Sunday, 31 July 2016

information technology brings Five finger mouse

 জাপানীজ কোম্পানী Double Research & Development Co. এক নতুন ধরনের ইনপুট ডিভাইস নির্মাণ করছে যা মাউসের মতোই কম্পিউটারে ইনপুট দেবে যার নাম Amenbo. 

এটি একটি পাঁচ আঙুলের ইনপুট ডিভাইস যা প্রতিটি আঙুলের   নড়াচড়া এবং চাপ আলাদাভাবে সনাক্ত করতে পারে। 

New Technology Five finger mouse

যন্ত্রটির প্রতিটি Fingertip অংশেই বিশেষ সেন্সর লাগানো আছে যাতে করে সবগুলো আঙুলের প্রদত্ত কমান্ড একসাথে রিসিভ করতে পারে, বিশেষ করে গেমস কমান্ডের ক্ষেত্রে এক হাত ব্যবহার করেই অনেক কাজ খুব সহজে করা যাবে।


New Technology Five finger mouse

ডিভাইসটির প্রতিটি আঙুল নমনীয় জালের মতো তারের মাধ্যমে সংযুক্ত যাতে করে বিভিন্ন মাপের আঙুলের নড়াচড়ার জন্য এটি সম্প্রসারিত হতে পারে।

Wednesday, 20 July 2016

তথ্য প্রযুক্তি

অর্থ ছাড়াই বাংলাদেশে সাইবার হামলার সতর্ক বার্তা দেবে মাইক্রোসফট

তথ্য প্রযুক্তি

  তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার ঝুঁকি নিরূপণে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবে মার্কিন বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সনিয়া বশির কবির চুক্তিতে সই করেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর তারানা হালিম বলেন, চুক্তির ফলে মাইক্রোসফটের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলো। এরফলে বাংলাদেশে সাইবার হামলা হলে আগাম সতর্ক বার্তা দেবে মাইক্রোসফট। এরপর আমরা তা মোকাবেলায় সহায়তা চাইলে তারা ইন্টারনেট রোবট বা বট নেট দিয়ে তা মোকাবেলায় সহায়তা দেবে। এজন্য কোনো অর্থ খরচ করতে হবে না। স্বচ্ছতা নিশ্চিতের জন্য মাইক্রোসফট কোড শেয়ার করবে বলেও জানান প্রতিমন্ত্রী। চলতি বছরের জানুয়ারিতে তারানা হালিম সিঙ্গাপুর সফরের সময় মাইক্রোসফটের অফিস পরিদর্শনকালে সেখানে সাইবার হামলা মোকাবেলা নিয়ে আলোচনার পর এই সমঝোতা হলো। তারানা হালিম বলেন, এই চুক্তির ফলে সাইবার হামলা মোকাবেলা ছাড়াও নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে, আমাদের দক্ষতা তৈরি করতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা তথা ইন্টারনেট বেইজড অপরাধ হলে মাইক্রোসফট বার্তা দেবে। প্রাথমিকভাবে সরকারি সংস্থাগুলো এই সেবা পাবে। এশিয়ার অন্তত ২৫টি দেশে সাইবার নিরাপত্তা নিয়ে মাইক্রোসফট কাজ করছে বলে জানান সনিয়া বশির কবির। তিন বছরের জন্য এ চুক্তি জানিয়ে তিনি বলেন, আমরা সাইবার হামলা চিহ্নিত করবো এবং সরকারকে অবহিত করব। সরকার সহায়তা চাইলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

 

information technology

Paypal News  

As per the ITC specialist Sajeeb Wazed Joy, who is the son of current Prime Minister of Bangladesh, PayPal in Bangladesh is coming real soon.To solve the money transferring system of the Freelancers in Bangladesh, PayPal is going to start within a very short time in Bangladesh.Now this is only time to wait for PayPal to start their activities in Bangladesh.In a conference organized by “Digital World 2012” about the “Freelancers”,Joy told this about PayPal.

https://www.facebook.com/Influence-Of-It-1803404869893943/
information technology

 Though a lot of young people in Bangladesh are already doing a lot of Freelancing job but still there is no PayPal operation in Bangladesh.Which is making a big problem to transfer the money from outside and the freelancers are facing a lot of problem.

But Joy told that before that the banking network in Bangladesh was analog.But now it is digital and e-money transfer is not that difficult right now.Now Bangladesh Bank which is the central bank of Bangladesh is digitalized and now e-money transfer is possible.

So, according to him all the functionality is achieved and if PayPal wants they can start their service right now.So, now it is time only to wait for PayPal to start their function in Bangladesh.May be in the next year 2013, PayPal will start their work and functionality in Bangladesh, which is a big news for the freelancers in Bangladesh.

 

Saturday, 16 July 2016

তথ্য প্রযুক্তি

 তথ্য প্রযুক্তি
   

 

 

 

 

 

 

 

ড্রাইভার বিহিন গাড়ি ........

Google নিয়ে  আসছে

Google Self Driving Car Project...

তথ্য প্রযুক্তির স্পর্শে বিশ্বের যাতায়াত হবে আরও নিরাপদ।আর ড্রাইভার রাখার খরচ করতে হবে না। নিজে চালাতে না জানলেও বাড়ির ড্রাইভারকে ছাড়াই লংড্রাইভে যাওয়া যাবে। কারণ গুগলের নতুন চালক বিহীন গাড়ি। দেখতে অনেকটা আমাদের ন্যানো গাড়ির মত। কয়েক মাসের মধ্যেই গুগল বার করতে চলেছে ন্যানোর `ন্যানো`। অর্থাৎ টাটার তৈরি ন্যানোর গাড়ির থেকেও আরও ছোটো। আরও স্টাইলিশ। কিন্তু গাড়িতে থাকবে না কোনও স্টিয়ারিং, প্যাডেল। সবটাই কম্পিউটারে চালিত হবে। গুগলের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়ি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে চলতে পারে।দুর্ঘটনা এড়াতে যাবতীয় সতর্কতার পাসওয়ার্ড রয়েছে কম্পিউটারে।
  ভিডিও দেখতে ক্লিক করুন....
     https://www.google.com/selfdrivingcar/